Tomar Jonno - Arnob - মি.ফালতু

Tomar Jonno - Arnob

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রং রাতে মিশে কালো
কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো



ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে