তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রং রাতে মিশে কালো।
কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে।
Subscribe For New Post Notifications